ইন্সট্রাক্টর
Joyeta Banerjee
জয়িতা ব্যানার্জী বাংলাদেশের ফ্রিল্যান্সিং জগতে একজন সফল ফ্রিল্যান্সার। ২০১৬ সাল থেকে তার ফ্রিল্যান্সিং যাত্রা শুরু হয়। বিভিন্ন চড়াই-উতরাই পার হয়ে, ধীরে ধীরে ফ্রিল্যান্সিং জগতে খুব ছোট থেকে বড় মাপের ফ্রিল্যান্সার হয়েছেন। শুন্য হাতে শুরু করা ফ্রিল্যান্সিং দিয়ে আজ পর্যন্ত তিনি লাখো ডলার উপার্জন করেছেন। ফ্রিল্যান্সিং নিয়ে তিনটি ভিন্ন বই রচনা করেছেন তিনি। বাংলাদেশের ফ্রিল্যান্সিং জগতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্যে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১৬টি পুরস্কার পেয়েছেন। জয়িতা ব্যানার্জীর এর কোর্সগুলোর বৈশিষ্ট্য ও উপকারিতাঃ - যারা স্বপ্ন দেখেন ফ্রিল্যান্সিং করে আয় করবেন কিংবা ফ্রিল্যান্সিং শুরু করতে আগ্রহী- তাদের ""ঘরে বসে Freelancing"" এই কোর্সটি। যেসব সহজ স্কিলের মাধ্যমে ফ্রিল্যান্সিং করা যায়, তা সম্পর্কে শিখে, একজন মানুষ ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে কীভাবে কাজ করবে তা সম্পর্কে বিস্তারিত আছে এই কোর্সে। - শত শত স্কিলের ভিড়ে, খুব সহজ একটি স্কিল শিখে যারা ফ্রিল্যান্সিং করে আয় করতে চায়- তাদের জন্যে সেরা একটি কোর্স হচ্ছে Data Entry দিয়ে Freelancing. এই কোর্সের মাধ্যমে মাধ্যমে শেখানো হয়েছে- কীভাবে, কোন Advanced IT Skill না শিখে, সহজে ডাটা এন্টির মাধ্যমে প্রফেশনালভাবে বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করে আয় করা যায়।
10 MS Ghore Bose Freelancing- Joyeeta Banerjee
Reviewed by Personal Finance
on
November 05, 2024
Rating:
No comments: